নাটোর প্রতিনিধি:
পাত্র নাটোরের ১০৫ বছর বয়সী আহাদ আলী মণ্ডল ওরফে আদি। পাত্রী সোনা মিয়ার মেয়ে ৮০ বছরের অমেলা বেগম। একাকিত্ব ঘোচাতে তারা বিয়ে করছেন বয়োবৃদ্ধ বয়সে।
বুধবার রাতে সদর উপজেলার পুকুর ডাঙ্গাপাড়া গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
জানা যায়, শতবর্ষী আহাদ আলী মণ্ডল ওরফে আদি ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহরে নগদ ৬৫০ টাকা পরিশোধ করে এ বিয়ে করেন।
এ সময় স্থানীয়রাও বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। পরে তারা নবদম্পতির দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন এবং মিষ্টি বিতরণ করেন।
পাত্র আদি জানান, তার চার ছেলে ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগছিলেন। এই নিঃসঙ্গতা কাটাতে একই গ্রামের অমেলা বেগমকে বিয়ে করেছেন। তিনি সবার কাছে তাদের নতুন জীবনের জন্য দোয়া কামনা করেন।
অপরদিকে ৮০ বছরের পাত্রী অমেলা বেগমের দুই মেয়ে রয়েছে। তাদের বিয়ে হয়েছে। নাতি-নাতনিও রয়েছে।
প্রকাশ: ২২ অক্টোবর ২০২০,দুপুর ০১:২৮
Discussion about this post