লাকসাম প্রতিনিধি:
‘নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক ছিলেন লাকসাম থানার ৪নং বিট পুলিশিং কার্যালয় বাকই ইউনিয়নের বিট অফিসার উপপরিদর্শক মো. সেলিম চৌধুরী।
ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল বাশার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ সেলিম, সমাজসেবক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সালমা আক্তার, আবু তাহের, আবুল হোসেন, সমাজসেবক জহিরুল ইসলাম মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম।
একইদিন উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে এস.আই এম এ রহমানের সার্বিক তত্বাবধান এবং সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান কাজী ফয়েজুল কবির, হুমায়ূন কবির, ইমন হোসেন, সাইফুল ইসলাম, শাহ আলম, মাজেদা বেগম, মশিউর রহমান, নাজমুন নাহার প্রমুখ।
Discussion about this post