কুমিল্লা অফিস:
কুমিল্লায় ৫ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মো. ফারুক হোসেন (৪০)। তিনি ঢাকা জেলার সাভার মডেল থানার আমিনবাজার বরদেশী গ্রামের মৃত হাতেম হোসেনের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার ভোরে কুমিল্লার কোতোয়ালি থানাধীন আমতলী এলাকায় মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ট্রাকে করে ইয়াবা পরিবহনকালে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার হাতে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, রাত ০৯:৪৬
Discussion about this post