কুমিল্লা অফিস:
কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মো. সাগর (২২) নামে এক যুবককে গ্রেফতারকরেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
গ্রেফতার যুবক উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। সে আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দফতরির কাজ করতেন।
জানা যায়, সাগর পার্শ্ববর্তী বাড়ির দুই সন্তানের জননী গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে। পরে বিভিন্ন সময়ে এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে বলে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিল ওই গৃহবধূকে। এ ঘটনায় মঙ্গলবার গৃহবধূ বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১৩ অক্টোবর ২০২০, ১০:৪০
Discussion about this post