কুমিল্লা অফিস:
কুমিল্লায় পেটের ভেতরে এবং শপিং ব্যাগে করে ইয়াবা বহনকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার গভীর রাতে পৃথক অভিযানে ইয়াবা পাচারকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ৮,৪৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- সিরাজগঞ্জের সদর উপজেলার ব্রাহ্মণ বয়রা গ্রামের মৃত জয়নাল আবেদিন মন্ডলের ছেলে মজনু হোসেন মন্ডল (৪০) এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া গ্রামের শামসুল হকের ছেলে রুবেল (২৬)।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে অভিনব কায়দায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে এক্স-রে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে পেটের ভেতর থেকে বিশেষ পদ্ধতিতে স্কচটেপ দ্বারা প্যাঁচানো ক্যাপসুল আকৃতির ৭৫টি প্যাকেট থেকে মোট ৩ হাজার ৭শ ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়।
একই সময়ে জেলার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শপিং ব্যাগে করে ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ী রুবেলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় শপিং ব্যাগ থেকে ৪ হাজার ৭শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য দীর্ঘদিন ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
০৯ অক্টোবর ২০২০, ১০:৩৬
Discussion about this post