নাঙ্গলকোট প্রতিনিধি:
নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে মেয়র পদে মো: মজিবুর রহমান মিন্টু আজ বুধবার বিকেলে শোডাউন করেছেন।আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলে তিনি আশাবাদি।নাঙ্গলকোট পৌরসভা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও শোডাউনে সাধারণ জনগণের উপস্থিতিও লক্ষণীয়। আছরের নামাজের পরে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে।বাজারের ব্যবসায়িগণ হাত তালি দিয়ে মিছিলকে স্বাগত জানাতে দেখা যায়।
মিছিল শুরুর আগে সম্ভাব্য মেয়র প্রার্থী মজিবুর রহমান মিন্টু বলেন,আমি কখনও দলের বিরুদ্ধে কাজ করিনি।ছাত্রজীবন থেকে দল করে আসছি।দলের শৃংথলা মেনে চলেছি।আমি নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম।নাঙ্গলকোট এ.আর মডেল উচ্চ বিদ্যালেয়র ও হাছান মেমোরিয়াল সরকারি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ছিলাম।আমার কাজেকর্মে কেহ কখনও অসন্তুষ্ট হয়নি।
মিন্টু আরও বলেন, আমি পৌরসভার মেয়র নির্বাচিত হলে নাঙ্গলকোটকে আধুনিক ও পরিচ্ছন্ন শহরে পরিণত করবো।রাস্তা-ঘাট,পুল-কালবার্ট নির্মাণ,ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ আধুনিক শহরে পরিণত করবো।অসহায় মানুষদের জন্য বরাদ্ধের ব্যবস্থা করবো।তিনি বলেন, আমি অতিরিক্ত পৌর টেক্স চাপিয়ে দেবো না।
তিনি আরও বলেন,মেয়র নির্বাচিত হলে আমি সকল শ্রেণীর ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পরামর্শ নাঙ্গলকোটকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
তিনি মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল (লোটাস কামাল) সাহেবের কাছে দলের মনোনয়ন যেন তাকে দেয়া হয় দাবি করে বলেন,আমি দলের ক্ষতি হয় এমন কাজ কখনও করিনি বরং আমি মেয়র হলে নাঙ্গলকোটের পৌর এলাকা আওয়ামী লীগের দুর্গে পরিণত করবো।
Discussion about this post