বিশেষ প্রতিনিধি:
০১ অক্টোবর ২০২০, ০৩:৩৫ পিএম
সিলেট এমসি কলেজে গণধর্ষণের ঘটনার রেশ না কাটতেই এবার ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের এক নেতা। ছাত্রলীগ মহানগর উত্তর কমিটির সহসভাপতি সবুজ আল সাহাবার বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। পরিপ্রেক্ষিতে সবুজকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
গোপালগঞ্জের কাশিয়ানীর ছেলে সবুজ আল সাহাবার বিরুদ্ধে তরুণী বাদী হয়ে বুধবার রাতে মামলাটি করেন। ওই দিন রাতেই সবুজকে গ্রেফতার করে পুলিশ। একই মামলায় ধর্ষণে সহযোগিতা করায় বিবি ফাতেমা নামে এক তরুণীকেও গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। অভিযুক্তের বিরুদ্ধে খুব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post