লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলায় ট্রাকচাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। তার নাম শরিফ হোসেন (২৬)।মঙ্গলবার রাত ৯টার দিকে লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের চিকোনিয়া আনচারিয়া কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক শরিফ হোসেন লাকসাম উপজেলার পাশাপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাচালক দুই যাত্রী নিয়ে লাকসামের দিকে আসছিল।
চিকোনিয়া আনচারিয়া কমপ্লেক্স এলাকায় এলে ট্রাকটি ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শরিফ হোসেন নিহত হন এবং আহত হন দুই যাত্রী।
তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
খবর পেয়ে লাকসাম থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ট্রাক ও অটোরিকশাটি আটক করে।
লাকসাম থানার ওসি মো. নিজামউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Discussion about this post