বাপ্পি মজুমদার ইউনুস.
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামের সামাজিক,সেচ্ছাসেবী,রক্তদান ও সেবামূলক সংগঠন বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট’র জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওমান শাখার ৫০ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয়েছে বলে দৈনিক আমাদের নাঙ্গলকোটকে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও উদ্দ্যেক্তা জনাব মোহাম্মদ ফজলু মজুমদার ( বাহারাইন প্রবাসী)।
সকলের সম্মতিক্রমে জনাব মোঃ আলমগীর হোসেন মজুমদার কে সভাপতি, জনাব,মো: রায়হান হোসেন কে সাধারন সম্পাদক এবং জনাব মোঃ সাইফুল ইসলাম সোহাগ কে সাংগঠনিক সম্পাদক করে ৫০ সদস্য কমিটি ঘোষণা করা হয়। ১২ই সেপ্টেম্বর-২০২০ আলোচনা ও প্রতিষ্ঠাতা ও উদ্দ্যোক্তা ফজলু মজুমদারের সার্বিক তত্ত্বাবধানের মধ্য দিয়ে কমিটি গঠন করা হয় এবং সবাই আন্তরিকতার সাথে তা গ্রহন করেন। সকল সদস্য স্বতস্ফূর্ত অংশগ্রহণ এর মধ্য দিয়ে এবং সর্বসম্মতিক্রমে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে সকলের মাঝে। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সকলের মতের ভিত্তিতে কমিটি পূর্ণাঙ্গ ভাবে উপস্থাপন করা হয়।
এদিকে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন’র অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠনসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কু-সংস্থার দুর করণ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা। তারুন্যেদীপ্ত সাহসী যুবকদের নিয়ে গঠিত এই সংগঠন। সচেতন নাগরিক গঠনেও তারা অঙ্গিকারাদ্ধ। পিছিয়ে পড়া সমাজের দেকবাল করে একটি সার্বজনীন সামাজিক বন্ধন সৃষ্টিও কাজ করবে সংগঠনটি। সংগঠনের বাংলাদেশ শাখার সভাপতি এবিএম আবুল কাশেম দৈনিক আমাদের নাঙ্গলকোটকে বলেন, এই কমিটির মাধ্যমে প্রানের সংগঠন আরো সুদৃঢ়ভাবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও বাহরাইন প্রবাসী জনাব ফজলু মজুমদার প্রতিবেদককে জানান: আমরা রেমিটেন্স যোদ্ধা হয়েও থেমে থাকেনি। দেশের ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে এ সংগঠনটি সৃষ্টি। আমরা যেমন পরিবার-পরিজনকে ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি ঠিক তেমনি রাষ্ট্র এবং সমাজের কথা চিন্তা করেও আমরা বৃহত্তর স্বার্থে এ সংগঠনটি করে সকল প্রবাসী কে সংঘবদ্ধভাবে একত্রিত করে সকলের সম্মতিতে সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। আমাদেরই কষ্ট তখনই সার্থক হবে যখন অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে। আমরা এখানে যারা অংশগ্রহণ করেছি সকলের মধ্যে একটি বিষয়ে কাজ করছে তা হচ্ছে মানব সেবা। পরিবার-পরিজনকে রেখে যখন আমরা দূর প্রবাসে বসবাস করছি আর যখন অসহায় ও নিপীড়িত মানুষের পাশে এসে দাড়াতে পারি এবং তাদের মুখের হাসিটুকু আমাদের লক্ষ্য করে তখন তৃপ্তির ঢেকুর ওঠে আমাদের হৃদয়ে। এখানেই আমাদের শান্তি এখানেই আমাদের সুখ। প্রিয় মাতৃভূমি স্বনির্ভর হয় মাথা উঁচু করে দাঁড়াক সেই প্রত্যাশা আমাদের সকলের। আমাদের কষ্টার্জিত অর্থ দেশের কল্যাণে হোক সেই প্রত্যাশাই করি রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের উন্নতি দেখলে আমরা হৃদয়ের শান্তি পাই। আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে সকল প্রবাসীদের জন্য আমি দোয়া কামনা করছি। এই বৈশ্বিক মহামারী থেকে মহান আল্লাহতালা সকলকে রক্ষা করুন এবং সকলের জীবন-জীবিকার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি।
সংগঠনের কমিটি গঠনকালে নব-গঠিত কমিটির সভাপতি বলেন, আমরা চাই বাইয়ারা যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। এই সামাজিক সংস্থার অন্যতম ভূমিকা থাকবে মাদক মুক্ত সমাজ, নিরক্ষরতা এবং সামাজিক কু-সংস্থার দুর করা। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। দেশে যারা অবস্থান করছেন সকলের নিকট আমাদের আকুল আবেদন, আপনারা দৃঢ় প্রত্যয় নিয়ে সমাজের সমস্যাগুলো তুলে ধরবেন এবং আমরা সর্বোচ্চ গুরুত্ব শহীত সে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ।
একটি অরাজনৈতিক সামাজিক উন্নয়নমূলক সংগঠন। সামাজিক উন্নয়নই হচ্ছে আমাদের একতা। আমি ফজলু মজুমদার আপনাদের কে সাথে নিয়ে সমাজের পিছিয়ে পড়া জনগনকে সামনে এগিয়ে নেয়ার যুদ্ধে আপনারা আমার পাশে থাকবেন। এ সমাজ আমাদের সকলের। তাই আমরা সকলের তরে। আসুন অসহায়দের পাশে দাঁড়িয়ে আওয়াজ তুলি, একতাই শক্তি একতাই বল, চল সবাই পরিবর্তন করি সবাই চল।বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট এর স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বের ১৩ টি রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। #ইনশাআল্লাহ আপনাদের দোয়া আরো এগিয়ে যাবে।
কমিটির বাকিরা হলেন সিনিয়র সহ-সভাপতিঃ জনাব,মোঃইউসুফ মজুমদার, সহ-সভাপতিঃ জনাব, মোঃবাবলু মিয়া, সহ-সভাপতিঃ জনাব,মোঃআরাফাত হোসেন(সুমন), সহ-সভাপতিঃ জনাব, মোঃআমান উল্লাহ, সহ-সভাপতিঃ জনাব,মোঃরবিউল হোসেন, সহ-সভাপতি, জনাব,মোঃমাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদকঃ জনাব,মোঃ মোজাম্মেল হক গাজী, যুগ্ম সাধারণ সম্পাদকঃ জনাব,মোঃ ইব্রাহীম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদকঃ জনাব মোঃফখরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদকঃ জনাব,মোঃ সোহাগ, প্রচার সম্পাদকঃজনাব,মোঃসাফায়েত হোসেন, সহ- প্রচার সম্পাদকঃ জনাব,মোঃমেরাজ হোসেন বাপ্পি।
ওমান শাখার সদস্য তালিকা সমূহঃ জনাব,মোঃবাবলু সুফি, জনাব,মোঃবেল্লাল হোসেন, জনাব,মোঃআনোয়ার হোসেন, জনাব,মোঃ আহাদ মিয়া, জনাব,মোঃফারুক হোসেন , জনাব,মোঃমোবারক হোসেন, জনাব,মোঃসোহাগ হোসেন, জনাব,মোঃসাইফুল ইসলাম, জনাব,মোঃনেয়ামত , জনাব,মোঃহাবিব মিয়া, জনাব,মোঃমহিন উদ্দিন, জনাব,মোঃ নেয়ামত হোসেন, জনাব,মোঃমাইন উদ্দীন, জনাব,মোঃ সাইফুল ইসলাম সহেল, জনাম,মোঃ বসার মিয়া , জনাব,মোঃ মাহফুজুর রহমান, জনাব,মোঃ ইমন হোসেন , জনাব,মোঃ দুলাল মিয়া, জনাব,মোঃইমান হোসেন রুবেল, জনাব,মোঃআলমগীর হোসেন, জনাব,মোঃআনোয়ার হোসেন গাজী, জনাব,মোঃ সরোয়ার হোসেন গাজী, জনাব,মোঃ শাকিল মিয়া, জনাব,মোঃ এয়াকুব হোসেন, জনাব,মোঃ দেলোয়ার হোসেন, জনাব,মোঃ হানিফ মিয়া, জনাব,মোঃ মাসুদ ভূঁইয়া, জনাব,মোঃ বাবু ভূঁইয়া, জনাব,মোঃশহিদ মিয়া, জনাব,মোঃ রিদয় হোসেন সালে, জনাব,মোঃ মাসুদ মিয়া, জনাব,মোঃআমান উল্লাহ, জনাব,মোঃতৌনু মিয়া, জনাব,মোঃ শাহিন মিয়া।
উপদেষ্টাঃজনাব,মোঃনিজাম উদ্দিন ফারুক।
Discussion about this post