বাপ্পি মজুমদার ইউনুস
“বিশ্ব শান্তি পদক ২০১৩” পেলেন কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউপি চেয়ারম্যান ও নয়া দিগন্ত’র কুমিল্লা জেলা সংবাদদাতা মোঃ সহিদ উল্লাহ মিয়াজী। জনসেবা ও এলাকায় শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় ৬ অক্টোবর রোববার বিকেলে রাজধানীর টুংকিং চাইনিজ রেষ্টুরেন্ট-এ বর্ণাঢ্য অনুষ্ঠানে “বিশ্ব শান্তি পদক ক্রেস্ট” সহিদ উল্লাহ মিয়াজীর হাতে তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী।
অনুষ্ঠানটির আয়োজন করে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বিচারপতি মোঃ আবদুল ওহাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাষা সৈনিক, কবি ও পরমাণু বিজ্ঞানি ড. জসিম উদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী, ওয়ার্ল্ড বুদ্ধিষ্ট ফেডারেশনের বাংলাদেশ চাপ্টারের সভাপতি অধ্যাপক ড. সুকোমল বড়–য়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন’র সভাপতি রবিউল হোসেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা সুলতানুল ইসলাম ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অ্যাডভোকেট এম এ করিম। অনুষ্ঠানে বক্তারা বলেন সহিদ উল্লাহ মিয়াজী সৎ ও নির্ভীক হওয়ায় সাংবাদিকতার পাশা-পাশি তরুণ বয়সে জনপ্রতিনিধি হয়েছেন। এলাকায় তার সুখ্যাতি থাকায় স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন মিয়াজী’কে সফল চেয়ারম্যান হিসাবে বিশ্বশান্তি পদক প্রদান করেছেন।
Discussion about this post